ইতিহাস গড়লেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার হুলিয়ান আলভারেজ। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। .
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতেছেন ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে ট্রেবল জয় ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস।.
প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ। .
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী প্রথম আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজ। . .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: