ইনজুরির কারনে এশিয়া কাপে পাকিস্তান দল থেকে ছিটকে গেলেন মোহাম্মদ ওয়াসিম। সতীর্থের চোট আশীর্বাদ হয়ে এলো হাসান আলির জন্য। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দলে ডাক পেলেন এই পেসার।.
এশিয়া কাপে ওয়াসিমকে না পাওয়ার কথা গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাইড স্ট্রেইন চোটে পড়া এই পেসারকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্তত তিন সপ্তাহ বাইরে থাকতে হবে ২১ বছর বয়সী এই তরুণকে।.
আইসিসি একাডেমি মাঠে গত বৃহস্পতিবার বোলিং অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন ওয়াসিম। এমআরআই করানোর পরদিন পিসিবি জানাল, সাইড স্ট্রেইন চোটে ভুগছেন তিনি।.
গত বছর বল হাতে সময়টা একদমই বাজে কাটে হাসানের। যার মাশুল দেন তিনি দল থেকে বাদ পড়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এশিয়া কাপের প্রথম ঘোষিত দল থেকেও বাদ পড়েন তিনি। তবে সতীর্থের দুর্ভাগ্যে কপাল খুলল তার।.
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল রবিবার (২৮ আগস্ট) শুরু পাকিস্তানের এশিয়া কাপ অভিযান।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: