• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৫০


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৩ এএম;
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৫০
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৫০

পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল ইরান। এতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৫০ জন। অন্যদিকে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে পাঁচ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছে।.

ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার বিরোধী বিক্ষোভ সামাল দেয়ার সময় পুলিশের গুলিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সরকারের দেওয়া তথ্য ভুয়া বলে অভিযোগ উঠেছে। নিহতের প্রকৃত সংখ্যা তিন গুণ বেশি।.

অসলোভিত্তিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্ততপক্ষে ইরানের ৮০টি শহরে মানবাধিকার এবং মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। সন্ধ্যা নামার পরই তেহরানের বিভিন্ন এলাকায় জমায়েত হচ্ছে বিক্ষোভকারীরা।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ