গত দুই মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনি। আজ সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়। .
দ্য গার্ডিয়ানে'র খবর বলা হয়েছে, চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনীর হামলায় আহত ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহীন হয়েছেন ২০ লাখের বেশি ফিলিস্তিনি।.
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আল-কুদরা সংবাদ সম্মেলনে বলেন, গত ২৪ ঘণ্টায় গাজার মধ্যাঞ্চলের বেশ কয়েকটি ভবনে বিমান হামলায় অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে।.
এদিকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লাখ ২৬ হাজার ফিলিস্তিনি সংক্রামক রোগের কবলে পড়েছে। গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৮ হাজার শিশু রয়েছে। ৬ হাজার ২০০ নারী। এছাড়া ৭ হাজার ৬০০ মানুষ গণনার বাইরে রয়েছে।.
ফিলিস্তিনি মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, ইসরাইলি হামলার ফলে গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং পাঁচটি ভবন ধ্বংস হয়েছে। বিবৃতি অনুসারে, ১ হাজার ৮০০ শিশুসহ প্রায় ৬ হাজার জন এখনো নিখোঁজ রয়েছেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: