
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসলাম মেনেই আর্থিক নীতি বদলাবেন না তিনি। ইসলাম মেনেই তিনি সুদের হার বাড়াবেন না। .
তুর্কি মুদ্রা লিরার দরপতনে তুরস্কে যখন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। ২০ শতাংশ ছাড়িয়েছে মুদ্রাস্ফীতির হার। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতির ফলে আগামী কয়েক মাসের মধ্যে মুদ্রাস্ফীতির হার বেড়ে ৩০ শতাংশ পর্যন্ত হয়ে যেতে পারে। তা সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান দেশটির কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমানোর নির্দেশনা দিয়েছেন।.
গতকাল সোমবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসলামকে অনুসরণ করেই চলবেন তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার কথা জানান তিনি। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: