নিয়মিত বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও ও শর্ট ফিল্ম বানিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তরুন নির্মাতা হাসবী ইসলাম অর্পন।.
নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নতুনত্ব দিয়ে ভিডিও নির্মাণ করে দর্শকদের মন জয় করে চলেছেন এই নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ইউটিউবে বেশ কিছু ইসলামিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।.
তার নির্মিত কাজের মধ্যে অন্যতম কাজ গুলো হলো - “কাল থেকে নামাজ শুরু করবো”, “আজকে লাইলাতুল কদর”, “কষ্টের পরেই রয়েছে সুখ”।.
এছাড়া তার বিনোদন মূলক কাজের মধ্যে রয়েছে- “খলনায়ক”, “বাঙালি মানেই”, “ভাই আমার বিরক্তিকর”, “এটা কি ঈদ”, “টক্সিক রিলেটিভ” ইত্যাদি।.
নির্মাতা হাসবী জানান, আমি মূলত ইসলামিক ভিডিও নির্মানের পাশাপাশি সম-সাময়িক বিষয় নিয়ে বিনোদন মূলক ভিডিও তৈরি করি।.
এছাড়া তিনি আরও জানান, ভবিষ্যতে অসহায় হত-দরিদ্র মানুষের জন্য কিছু করতে চাই। চায়ার মত তাদের পাশে থাকতে চাই।.
বহুমুখী প্রতিভার ঝলসে উঠা ব্যক্তিত্ব হাসবী ইসলাম অর্পন‘র জন্ম ২০০৩ সালের ১৩ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। কাজের পাশাপাশি পড়াশোনা করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজে।. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: