• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম;
ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা
ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ।.

আজ বুধবার সকাল কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বেলা ১২টায় বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে নির্বাচন কমিশন অভিমুখী গণমিছিলটি শুরু হয়।.

মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর দিয়ে শান্তিনগর মোড়ে পৌঁছালে বেলা ১২টা ২০ মিনিটে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধার মুখে পড়ে ইসলামী আন্দোলনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।.

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এ দিন সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল ঘিরে অবস্থান নেন ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মীরা। তারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলে স্লোগান দিতে থাকেন।.

ইসলামী আন্দোলন গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে, পল্টন মোড়, জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।.

গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। দেশের মানুষ অশান্তির আগুনে জ্বলছে। প্রশাসন ভাইদের বলতে চাই, আপনারা জনগণের বন্ধু, আপনারা আওয়ামী লীগের বন্ধু না, এমনকি আপনারা তাদের চাকরি করেন না। আপনারা দেশের মানুষের শান্তির জন্য দায়িত্ব পালন করবেন। এটাই হবে বাস্তবতা।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ