বিএনপির ছেড়ে দেওয়া ৬টি সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়।.
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।.
ইসির মো. আনিছুর রহমান ভোট প্রসঙ্গে জানান, বাজেট সংকটের কারণে সিসি ক্যামেরার ব্যবস্থা করিনি। বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। .
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, নির্বাচনে সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে সদস্য মোতায়েন রয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: