হাঁটুর পুরনো চোটে এশিয়া কাপের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার।.
গতকাল শুক্রবার জাদেজাকে না পাওয়ার কথা বিবৃতি দিয়ে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তার জায়গায় আরেক স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে দলে যোগ করেছে তারা।.
ডান হাঁটুর চোট অনেকদিন থেকে ভোগাচ্ছে জাদেজাকে। একই কারণে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি এই অলরাউন্ডার।.
জাদেজার ছিটকে পড়া নিশ্চিতভাবেই বড় ধাক্কা ভারতের জন্য। গত রবিবার পাকিস্তানকে হারানোর পথে অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রাখেন তিনি। ২ ওভার করে উইকেট না পেলেও রান দেন কেবল ১১। পরে রান তাড়ায় দুইটি করে ছক্কা-চারে ২৯ বলে করেন কার্যকর ৩৫ রান। হংকংয়ের বিপক্ষে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। এই ম্যাচে ব্যাটিং করতে হয়নি তাকে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: