না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কণ্ঠশিল্পী আকবর আলী গাজী।.
দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার পর আজ রবিবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।.
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। .
জানা যায়, শরীরে বাসা বেঁধেছিল ডায়াবেটিস, জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায় পড়ে গিয়েছিলেন। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। ফলে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটেও ফেলা হয়েছিল। তবে পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। .
এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: