• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অপরাধে আটক ৫


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০৯ পিএম;
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের  অপরাধে  আটক ৫
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অপরাধে আটক ৫

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের পর তা বিক্রির জন্য নেওয়ার সময় গাড়িসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটককৃত ৫ জনকে আসামি করে কমলনগর থানায় মামলা করেছে পুলিশ। পরে দুপুরে আসামীদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। .

 .


আসামীরা হলেন উপজেলার পাটোয়ারীহাট এলাকার শামসুদ্দিন বেপারির ছেলে মো. মান্নান (২৮), একই এলাকার নুর নবীর ছেলে মো. আলাউদ্দিন (১৯), চরফলকন এলাকার মাইন উদ্দিনের ছেলে মো. কামরুল (২২), আজাদের ছেলে ইসমাইল (১৯) ও ছগির আহাম্মদের ছেলে মো. শাকিব (২০)।.

 .


এর আগে বুধবার(২৬ মার্চ) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট মেঘনা সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে মাছ ভর্তি একটি পিকআপ গাড়ির চালকসহ চারজন মাছ বেপারিকে আটক করা হয়েছে।  মাছ ক্রয় এবং পরিবহনের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার পর আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে ৬৪ হাজার ৮০০ টাকায়  বিক্রি করা হয়েছে।.


টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পিকআপ গাড়িটি থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমের (মার্চ-এপ্রিল) এ দুই মাস মেঘনা নদীতে সব প্রকার মাছ ধরা, পরিবহন ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার পরেও এক শ্রেণির অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করছেন।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ