• ঢাকা
  • বুধবার, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে রাস্তা নিয়ে বিরোধ-সংঘর্ষে নারীসহ আহত ৮


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম;
কমলনগরে,  রাস্তা  নিয়ে বিরোধ-সংঘর্ষে,  নারীসহ,  আহত ৮
কমলনগরে রাস্তা নিয়ে বিরোধ-সংঘর্ষে নারীসহ আহত ৮
কমলনগর বাড়ীর চলাচলের রাস্তা নিয়ে বিরোধ-সংঘর্ষে নারী-সহ আহত হয়েছেন ৮ জন। উপজেলার মার্টিন ইউনিয়নের উত্তর মার্টিন গ্রামে মঙ্গলবার  বেলা ৩ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের ৮জনই মারাত্মক জখম হয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
 
 
স্থানীয় ভাবে জানান, মঙ্গলবার  বেলা ৩টার দিকে উত্তর মার্টিন গ্রামের ইউনুস মিয়াদের প্রতিবেশী গিয়াস ও আলমগীরেরা  বাড়ির দরজার চলাচলের  কিছু অংশ নিজের দাবি করে বেড়া দিয়ে দখল করতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষে নারী, শিশুসহ মোট ৮ জন আহত হয়।আহতরা হলেন, তসলিম,নুরুল আমিন,শাহিনুর,ফাতেমা,ইউনুস মিয়া,তহসিদা বেগম,সুরমা। এদের মধ্যে তসলিম ও ফাতেমার মাথায় গুরতর জখম হওয়ায় চারটি সেলাই দিতে হয়েছে। 
 
 
 
 
এ ছাড়া নুরুল আমিন  ও শাহিনুর  মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। বাকিরা প্রাথমিক  চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।অভিযুক্ত  গিয়াস ও আলমগীর গং অভিযোগের বিয়য়টি অস্বীকার করেন।মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।কমলনগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাড়ির দরজা ও ‘জমিজমা সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নারী-সহ ৮ জন আহত হয়েছেন। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেন নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
.

ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ