• ঢাকা
  • বুধবার, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:০৬ পিএম;
বিশ্বনাথে,  ভ্রাম্যমাণ আদালতের,  অভিযানে,  জরিমানা আদায়
বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়
পবিত্র রমজানে নগরীর যানজট নিরসন, বাজার মনিটরিং ও পরিস্কার পরিচ্ছন্ন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা করেছে বিশ্বনাথ উপজেলা প্রশাসন। 
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর নেতৃত্বে পৌর সভার বিশ্বনাথ নতুন বাজার থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে  দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। 
 
 
 
এসময় রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং না করতে স্থানীয় স্ট্যান্ড কর্তৃপক্ষ, ড্রাইভার , ফুটপাত দখল করে দোকান পরিচালনা করা ব্যবসায়ীদের দোকান সরানোর নির্দেশ , জমিয়ে রাখা ময়লার ভাগাড় অপসারণ করার ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন ম্যাজিট্রিট সুনন্দ রায়।
 
অভিযানে উপস্থিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  আলা উদ্দিন কাদের,  থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, পৌরসভা ও উপজেলা প্রশাসনের দাপ্তরিক কর্মকর্তাগণ।
.

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ