
সারাদেশে বিচ্ছিন্ন ভাবে সংঘঠিত ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরিয়ার রাসেল ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন প্রমুখ। .
.
.
কর্মসুচিতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের পায়রা চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন ও সহ সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসুচি পালন করে কেসি কলেজ শাখা ছাত্রদল। মানববন্ধন শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন বলেন, ধর্ষকদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: