
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরায় ১৬ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১০ মার্চ) সকালে এ দণ্ড দেন কমলমগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা কালেরকন্ঠকে জানান, গতকাল রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত মেঘনা নদীর কমলনগর অংশে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করা হয়। এসময় ১ হাজার ৭০০ কেজি মাছ, চারটি মাছ ধরার ট্রলার ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে চারটি মামলায় প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা আাদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা সাবাই লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর জালগুলো পুড়িয়ে ফেলা হয়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: