• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে ৯ ইউনিয়ন ছাত্রদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের ক্ষোভ প্রকাশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৫ এএম;
কমলনগরে ৯ ইউনিয়ন ছাত্রদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের ক্ষোভ প্রকাশ
কমলনগরে ৯ ইউনিয়ন ছাত্রদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের ক্ষোভ প্রকাশ

লক্ষীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলা ছাত্রদলের অধীনে ৯টি ইউনিয়ন কমিটি ঘোষনা করে উপজেলা ছাত্রদল। গত ৩ এপ্রিল (রবিবার) দুপুরে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পর পরেই বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের পদবঞ্চিতরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। .

পদবঞ্চিত অনেক নেতা কর্মীরা বলেন, উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব টাকা খেয়ে অযোগ্য , অসাংগঠিক লোক দিয়ে কমিটি দিয়েছে।.

জানা যায়, লক্ষীপুর ৪ আসনে (রামগতি-কমলনগর) বিএনপি দুই ভাগে বিভক্ত। এক পক্ষ রামগতি-কমলনগরের কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক ও সাবেক সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সফল সভাপতি  শফিউল বারী বাবুর অনুসারী অপর পক্ষ সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের অনুসারী।.

অভিযোগ সুত্রে জানা যায়, কমলনগরে বিভিন্ন ইউনিটের কমিটি গুলোতে শফিউল বারী বাবু,র কেনো কর্মীদের  কমিটিতে রাখা হয় নাই। তাদের কে পদবঞ্চিত করা হয়েছে। বর্তমানে  লক্ষীপুর ৪ আসন (রামগতি-কমলনগর),শফিউল বারী বাবু,র অবর্তমানে তার স্রী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য ও অপর্ণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাবা বীথিকা বিনতে হোসাইন এ আসনে নেতৃত্ব দিচ্ছেন।.

পদবঞ্চিত চর কাদিরা ইউনিয়ন ছাত্রদল নেতা হাসান মাহমুদ বলেন:- কমলনগর উপজেলা ছাত্রদলের দুই নেতা আহ্বায়ক/সদস্য সচিব টাকার বানিজ্য করে নিজেদের মনগড়া  অযোগ্য চাকরী জীবি, অসাংগঠনিক লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে। আমরা এ কমিটি মানি না। ত্যাগিদের বাদ দিয়ে এ ধরনের কমিটি দেওয়া দলের জন্য বড় ক্ষতির সম্মূখীন। তাই জেলা ছাত্রদলের সভাপতি/সাধারন সম্পাদকের নিকট এ ধরনের ন্যাক্কার জনক কমিটি বানিজ্য কারীর বিরুদ্ধে ব্যবস্হা করা অনুরোধ করছি।.

পদবঞ্চিত তোরাবগন্জ ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ হোসেন তানজিল বলেন:-উপজেলা ছাত্রদলের আহ্বায়ক,সদস্য সচিব শফিউল বারী বাবু,র নেতা কর্মীদেরকে বাদ দিয়ে সাবেক এমপির নির্দেশে ত্যাগি, কারা নির্যাতিত দের পদবঞ্চিত করে তাদের লোক দিয়ে কমিটি দিয়েছে। এ কমিটি কে আমি ঘৃনার সহিত পত্যাক্ষান করছি। পাশাপাশি উপজেলা ছাত্রদলের দুই অযোগ্যকে সুষ্ঠু বিচারের আওতায় এনে জেলা/বিভাগীয় টিম এদের সঠিক বিচার করবেন বলে আমি আশা করি।.

পদবঞ্চিত হাজির হাট ইউনিয়ন ছাত্রদল নেতা আরমান হোসেন বলেন:- উপজেলা দুই ছাত্রদল নেতা আহ্বায়ক/সদস্য সচিব আমার আমাকে কমিটিতে রাখবে বলে আমার কাছে অর্থ চেয়েছে।  টাকা না দিলে আমাকে কমিটিতে রাখবেনা বলে সাফ জানিয়ে দেন।এধরনের কমিটি বানিজ্য কারির আমি বিচার চাই। শফিউল বারী বাবুর আর্দশের কর্মী বলে আজ আমাকে বঞ্চিত করা হয়েছে। .

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে ২১জন থাকার পরেও কাউকে না জানিয়ে তারা তাদের একক মনগড়া মতো কমিটি দিছে।এটা হতে পারেনা। এরকম ঘঠনা দল ও জাতির জন্য বড়ি ক্ষতির তাই এদের বিচার চাই।.

পদবঞ্চিত  পাটোয়ারী হাট ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ উল্লাহ বলেন:- আমরা পদ না পাওয়ার কারন আমরা শফিউল বারী বাবু,র কর্মী। ত্যাগিদের বাদ দিয়ে অন্য দলের লোক দিয়ে কমিটি করা হয়েছে এটা মোটেও আশা করিনি। টাকার বিনিময়ে এ দলকে এ ধরনের অযোগ্য নেতারা দলকে ক্ষতি করার চেষ্টা করে। তাই আমি জেলার নেতাদের কাছে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়ার অনুরোধ জানাই।.

বিভিন্ন নেতা কর্মীদের মাঝে এধরনের কমিটি বানিজ্য করে অন্য দলের লোক দিয়ে কমিটি করায় ক্ষোভ দেখা যায়। কমলনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওসমান গনি রিপাত বলেন:- শফিউল বারী বাবু,র লোক দেরকে বাদ দিয়ে তাদের মনগড়া মত বিভিন্ন ইউনিয়নে তারা কমিটি অনুমোদন করেন, আমদের কে একবারো বলে নি। এরকম অযোগ্য লোক দিয়ে, ত্যাগিদের বাদ দিয়ে কমিটি করায় দলের জন্য বিশাল ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এ রকম ন্যাক্কার জনক বিষয়কে আমি নিন্দা জানাই।.

কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন শাকিল বলেন:- গায়ের জোরে ত্যাগিদের বাদ দিয়ে বিভিন্ন ইউনিয়নে শফিউল বারী বাবুর কর্মীদের কে পদবঞ্চিত করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। ক্ষমতা কারো চিরদিন থাকেনা। আমরা উপজেলা ছাত্রদলের কমিটিতে থাকা স্বত্তেও আমাদেরকে না জানিয়ে এভাবে কমিটি বানিজ্য করা খুবই লজ্জিত। বর্তমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া  টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে ত্যাগি দের বাদ দিয়ে কমিটি দেওয়ায় আমি জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং বিভাগীয় টিমের নেতৃবৃন্দুর কাছে এদের সঠিক বিচার দাবি জানাচ্ছি। এতো বছর দল ক্ষমতায় নেই তারপরেও এরা কমিটি বানিজ্য করে। এরা দলের শত্রু, জাতির শত্রু। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্তা নেওয়ার আহ্বান জানায়।. .

ডে-নাইট-নিউজ / মোঃ ইউসুফ হোসাইন, কমলনগর প্রতিনিধি।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ