আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ আগস্ট) ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে।.
ইতালির একটি বেসরকারি সংগঠন ইমার্জেন্সি, যারা রাজধানী কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করে তারা জানায়, বিস্ফোরণে আহত ২৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ৩ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।.
বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে হামলায় কতজন হতাহত হয়েছেন তা তিনি নিশ্চিত করেননি। এক টুইটে তিনি লিখেছেন, সাধারণ মানুষ ও মুসল্লিদের হত্যাকারীদের শিগগির শাস্তির মুখোমুখি হতে হবে।.
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুলের উত্তরাঞ্চলে খায়ের খানার সিদ্দিকিয়া নামের একটি মসজিদে এ হামলা হয়। ওই হামলায় নিহত হয়েছেন মসজিদের ইমাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলি।.
হামলার ঘটনাটি তদন্ত করছে দেশটির গোয়েন্দা টিম।.
তালেবানের শাসনের ১ বছরে সহিংসতার ঘটনা কমেছে দেশটিতে। তবে সম্প্রতি জঙ্গি গোষ্ঠী আইএসের সহযোগী খোরাসান শাখা সেখানে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহেও তালেবানের একজন শীর্ষ নেতা শেইখ রহিমুল্লাহ হাক্কানি বোমা হামলায় নিহত হন। এই হামলার দায় স্বীকার করে আইএস। এর আগে গত জুনে একটি শিখ মন্দিরে হামলার দায় স্বীকার করে আইএসের খোরাসান শাখা (আইএসকেপি)।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: