কে.এম. আহসান উল্ল্যা সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ স্থানীয় এমপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি।.
উপজেলা আ’লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ভিপি ফারুক হোসেন মজুমদার, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, এছাক খাঁন, এনামুল হক খন্দকার, আকতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদার, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া, একরামুল হক, মাহফুজ আলম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক কাউসার হানিফ শুভ।.
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কাজী জাফর আহমেদ ও সৈয়দ আহমেদ খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, হিন্দু বৌধ্য সকল নাগরিক চৌদ্দগ্রামের অধিবাসী। সবাই শান্তিপ্রিয় মানুষ। কেউ অশান্তি চায় না। এদেশের মানুষ চৌদ্দগ্রামের জনগণ শান্তিতে বসবাবস করতে চায়। কিছু কিছু মানুষ চৌদ্দগ্রামে অশান্তি সৃষ্টি করতে চায়। তারা চক্রান্তকারী, তারা ষড়যন্ত্রকারী তারা সন্ত্রাসী। এই চৌদ্দগ্রামে চক্রান্তকারী ও সন্ত্রাসীদের স্থান নেই। সবাই শান্তিতে বসবাস করতে চায়।. .
ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা
আপনার মতামত লিখুন: