কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সফর করেছেন তিনি।.
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মূলত পোল্যান্ড সফরে ছিলেন। সেখান থেকে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সীমান্ত থেকে ট্রেনে চড়ে কিয়েভ আসেন তিনি।.
খবরে আরও বলা হয়েছে, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তার এ সফরের বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। জেলেনস্কিও টেলিগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- আপনাকে কিয়েভে স্বাগতম! আপনার সফর সমস্ত ইউক্রেনীয়দের সমর্থনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন।.
সফরে গিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের রাজধানীতে হেঁটেছেন বাইডেন। এ ছাড়া শহরজুড়ে বিমান হামলার সতর্কবার্তা চলার সময় তারা সেন্ট মাইকেলের মঠ পরিদর্শন করেন।.
প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হতে চলছে। এই যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেন। এ সময়ের মধ্যে বহু মানুষ দেশ ছেড়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: