না ফেরার দেশে চলে গেলেন বিটিভি'র সাবেক রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ (৭৬) আর নেই । গতকাল ১৪ মার্চ দুপুর ১২.টার দিকে ফরিদপুরের ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনি, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।.
জানা গেছে, প্রথিতযশা প্রবীণ সাংবাদিক মো. সানাউল্লাহ পাকিস্তান আমলে পাক যমহুরিয়াত সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর দেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনি দৈনিক পূর্বপাকিস্তান পত্রিকায় কাজ করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে তিনি বাংলার বাণী পত্রিকায় মফস্বল সাংবাদিক হিসেবে যোগদান করেন। এরপর একাধারে দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, বিডিনিউজ২৪ এবং সুদীর্ঘ সময় বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।.
তার নাতির ছেলে শুভ জানায়, তিনি একাধিকবার স্টোক করেন, এছাড়া ডায়াবেটিকস ও কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন।. .
ডে-নাইট-নিউজ / আল-আমিন খোকন
আপনার মতামত লিখুন: