• ঢাকা
  • শুক্রবার, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ছাত্র-জনতার ওপর হামলা, যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৩ এএম;
ছাত্র-জনতার, ওপর হামলা,  যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর হামলা, যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিলকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।.



মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে,  সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের বড় মসজিদের সামনে  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।.

 .



বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। গত ৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার ৬নম্বর আসামি খলিলুর রহমান।  ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।.

 .

এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়টি মামলা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  
 . .

ডে-নাইট-নিউজ / নোয়াখালী প্রতিনিধি

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ