বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা জনাব রেজাউল হক এবং মোঃ খলিলুর রহমান। গ্রন্থাগারের পাঠক সেবা কার্যক্রম ও বইয়ের সংগ্রহ সহ সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি গ্রন্থাগার পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন তারা।.
এসময় জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ, সহ-সভাপতি এবিএম জাকির হাসান কাউসার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান সহ গ্রন্থাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।জাগ্রত আছিম গ্রন্থাগার পরিদর্শন করার জন্য গ্রন্থাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় গ্রন্থাগার পরিচালনা কমিটি।. .
ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র
আপনার মতামত লিখুন: