
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাহিন শাহ আফ্রিদির বিয়ের কথা। পাকিস্তানের জাতীয় দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেঝ মেয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা। অবশেষে বিয়ের দিনক্ষণ জানা গেল।.
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফ্রিদি কন্যা আনসা আফ্রিদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে প্রস্তুত শাহিন শাহ আফ্রিদি। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি তারা গাঁট ছাড়া বাঁধবেন।.
মার্চে শহিদ আফ্রিদি জানিয়েছিলেন, শাহিন আফ্রিদির পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করেছে। সৃষ্টিকর্তা চাইলে দুই পরিবারের মধ্যে সম্পর্ক হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।.
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ এপ্রিল পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় শাহিন শাহ আফ্রিদির। বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে খ্যাতি পেয়েছেন পাকিস্তানের এই পেসার।. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: