• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জার্মানিতে ম্যার্কেল যুগের অবসান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:৫৪ এএম;
জার্মানিতে ম্যার্কেল যুগের অবসান
জার্মানিতে ম্যার্কেল যুগের অবসান

জার্মানিতে গত রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি জয়লাভ করেছে৷ যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি দলটি৷ ফলে জোট সরকার গঠনে এগোচ্ছে দলটি। সেক্ষেত্রে তাদের গ্রিন পার্টি ও লিবারেলদের সাথে জোট গঠনের কথা ফলাও ভাবে প্রচার করা হচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে জোটের দলগুলোর নাম এখনো বের হয়নি৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের(১৯৩৯-১৯৪৫)  পর থেকে এপর্যন্ত কখনোই জার্মানিতে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। ফলে জোট গঠন একধরনের নিয়মিত ঘটনা ও বলা চলে৷ বিবিসির খবরে বলা হয়, .

এসপিডির অভিবাসন নীতি, জলবায়ু মোকাবিলা, অধিক কর্মসংস্থান সৃষ্টি, বেতন-ভাতা বৃদ্ধি সহ আরো  নানান প্রতিশ্রুতিতে জনগণ তাদের নির্বাচিত করার আগ্রহ দেখায়৷ তবে উল্ল্যেখ্য যে, জার্মানির নির্বাচনের সবচেয়ে কঠিন বিষয়, অর্থাৎ সরকার গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সেই দিকে তাকিয়ে থাকবে গোটা জার্মানি৷ যদি দলগুলো জোট না করতে পারে তবে পুনরায় নির্বাচনের ও শঙ্কা থেকে যাবে৷ .

 .

 .

 .

 . .

ডে-নাইট-নিউজ / আশ্রাফুল ইসলাম, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া   

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ