আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ খুলনা থেকে প্রকাশিত দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম এ সামাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে----রাজিউন)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। পারিবারিক সুত্রে জানা গেছে, এম এ সামাদ দীর্ঘদিন বুকে ব্যাথা অনুভব করছিলেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে ইন্তেকাল করেন। এম এ সামাদ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সপরিবারে তিনি শহরের ব্যাপারীপাড়ায় বসবাস করতেন। এদিকে এম এম সামাদের মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন। রোববার বাদ আসর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: