আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে প্রবাসী স্বামীর নির্দেশে সতীনের মেয়ে জামাই দিয়ে নির্যাতনের অভিযোগ করেছে রুপালী খাতুন (৩৮) নামে এক নারী। রুপালী খাতুন শৈলকুপা উপজেলার ধর্মপাড়া গ্রামের রুস্তম আলী মোল্লার মেয়ে। তার স্বামী শহিদুল ইসলাম কুয়েত প্রবাসি। অভিযোগে সতীনের মেয়ে শারমিন আক্তার ও তার জামাই ইষ্টিফিননগর গ্রামের আজগার আলী ছেলে আমিরুল ইসলামকে বিবাদী করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে, রুপালী খাতুনের সতীনের মেয়ে ও জামাইয়ের মাধ্যমে তাদের বিয়ে হয় ২০২১ সালের ২২ অক্টোবর। রুপালী খাতুন সৌদি আরবে থাকা অবস্থায় শহিদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে কারণে মোবাইলে তাদের বিয়ে হয়। বিয়ের সময় সময় যৌতুকের কোন কথা না থাকলেও বিয়ের পর স্বামী শহিদুল যৌতুকের দাবীতে নির্যাতন শুরু করে।.
.
নিরপায় হলে রুপালী খাতুন দেড় লাখ টাকার আসবাবপত্র ও নগদ ৮ লক্ষ টাকা প্রদান করেন। যৌতুক প্রদান করার পরও এক সময়ের সৌদি প্রবাসী রুপালী খাতুনের উপর তার কুয়েত প্রবাসী স্বামী, সতিনের মেয়ে ও জামাই আরো টাকা দাবী করে মানসিক নির্যাতন চালাতে থাকে। গত ২৬ অক্টোবর টাকার দাবীতে সতিনের বড় মেয়ে শারমিন, ছোট মেয়ে শাপলা, বড় জামাই আমিরুল ও ছোট জামাই রূদয় আহমেদ অভি একত্রিত হয়ে শারীরিক নির্যাতন করে এবং বাড়ি থেকে বের করে দেয়। রুপালী খাতুন জানান, আমার স্বামীর নির্দেশে সতীনের মেয়ে জামাইরা আমাকে বাড়ী থেকে বের করে দিয়েছে। তারা আমার একটি গরু জোর করে নিয়ে গেছে। এখন প্রতিনিয়ত আমাকে গালিগালাজ করছে ও জীবননাশের হুমকী দিচ্ছে। এ বিষয়ে রুপালীর সতীনের মেয়ে শারমিন আক্তারের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন উদ্দীন জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের সাথে আলোচনা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: