• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টমেটো বেচে এক মাসেই ৩ কোটির মালিক মহারাষ্ট্রের এক কৃষক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম;
টমেটো বেচে এক মাসেই ৩ কোটির মালিক মহারাষ্ট্রের এক কৃষক
টমেটো বেচে এক মাসেই ৩ কোটির মালিক মহারাষ্ট্রের এক কৃষক

শীতকালীন সবজি টমেটো বিক্রি করে এক মাসেই ৩ কোটি টাকার মালিক হয়েছেন মহারাষ্ট্রের এক কৃষক। মূলত: টমেটোর দামের হঠাৎ ঊর্ধ্বগতির সুযোগটাই কাজে লাগিয়েছেন তিনি।.

ওই কৃষকের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে। তার নাম ঈশ্বর গায়কর (৩৬)।.

ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, সম্প্রতি ভারতে টমেটোর দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এক পর্যায়ে দাম স্বাভাবিকের চেয়ে বহুগুণে বেড়ে যায়। আর এ সুযোগই নেন ঈশ্বর গায়কর। গত ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে টমেটো বিক্রি করে প্রায় ৩ কোটি রুপি আয় করেছেন তিনি।.

ঈশ্বর গায়কর বলেন, এবার ১২ একর জমিতে টমেটোর চাষ করেছি। অথচ দাম কম থাকায় মে মাসে প্রচুর পরিমাণ টমেটো নষ্ট করে ফেলতে হয়। কিন্তু এরপরও টমেটো আবাদের পরিমাণ বাড়াই। এরপর হঠাৎ করে টমেটোর দাম বেড়ে যায়। ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে ১৮ হাজার ক্রেট (প্রতি ক্রেটে ২০ কেজি) টমেটো বিক্রি করি।.

সর্বোচ্চ প্রতি কেজি টমেটোর দাম ১১০ রুপি পেয়েছেন বলে জানান গায়কর। .

তিনি আরও জানান, সব টমেটো স্থানীয় নারায়ণগাঁ বাজারে বিক্রি করেছি। খামারে আরও চার হাজার ক্রেট টমেটো রয়েছে। এগুলো বেচলে আরও ৫০ লাখ রুপি আয় হবে।.

গায়কর জানান, ২০২১ সালেই এই টমেটো চাষ করে প্রায় ১৮-২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছিল। এবারও হচ্ছিল। কিন্তু তিনি থেমে থাকেননি। ‘এত লোকসানের পরও আমি থেমে থাকিনি। উল্টো খামারে উৎপাদন বাড়িয়েছি। ’. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ