
নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন। উইলিয়ামসন সরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে লাল বলে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। তবে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে স্বপদে বহাল থাকছেন উইলিয়ামসন। .
উইলিয়ামসনের অধীনে টেস্ট ক্রিকেটে বেশ সফলই ছিল নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে গতবছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। তবুও সরে দাঁড়ালেন কেন। বোর্ডের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। .
এ প্রসঙ্গে উইলিয়ামসন জানান, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। তবে অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই জীবনের এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমি এ বিষয়ে আমি আলোচনা করেছি। দুপক্ষই অনুভব করেছি সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিকঠাক হবে।’. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: