দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ডাক পেলেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। সর্বশেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন এ ব্যাটার। ইয়াসির আলী রাব্বি পিঠের ইনজুরিতে পড়ায় দল থেকে ছিটকে পড়েছেন। তার জায়গাতেই ডাক পেলেন বিজয়।.
২০১৩ সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার খেলেছেন মাত্র ৪টি টেস্ট ম্যাচ। করেছেন ৭৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগেই থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন বিজয়। তবে ছিলেন না টেস্ট দলে। ইয়াসির রাব্বি ছিটকে পড়ায় এবার টেস্ট দলে সুযোগও পেলেন তিনি। তবে আজ বৃহস্পতিবার থেকে অ্যান্টিগাতে শুরু হওয়া টেস্টে তিনি থাকতে পারছেন না। সব কিছু ঠিক থাকলে ১৭ জুন অ্যান্টিগার বিমান ধরার কথা রয়েছে বিজয়ের। খেলতে পারেন দ্বিতীয় টেস্টে।.
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পিঠের চোটে পড়েন রাব্বি। স্ক্যান করানোর পর জানা যায়, তার মেরুদণ্ডের নিচে চিড় ধরা পড়েছে। ফলে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: