• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম;
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯২ জনের মৃত্যু হয়েছে।.

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।.

এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ২৪৮ জন।.

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৭৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৩৩৩ জন।.

চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬২ জন এবং এ সময়ে মারা গেছেন ৫১ জন। গত অক্টোবর মাসে দেশে ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৮৬ জন। সব মিলিয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত (১০ নভেম্বর) দেশে ৪৬ হাজার ৪৮৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। .

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ