
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা'র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে এনএনকে ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (৩ আগস্ট) রাঙ্গুনিয়ার ৫০০ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। সংগঠনের সভাপতি মো. সাঈদ মাহমুদ রনি'র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জহির আহমদ চৌধুরী। .
এসময় লাইনে দাঁড়িয়ে দুপুরের খাবার সংগ্রহ করেছেন খালেদ মাহমুদসহ দলীয় নেতৃবৃন্দ। পরে সবাই মিলে একত্রে তা গ্রহণ করেন। .
এদিকে লকডাউনের শুরু থেকে প্রতিদিন তথ্যমন্ত্রীর চট্টগ্রাম নগরীর বাসায় তৈরি করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। এর অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় এই খাবার বিতরণ করা হচ্ছে বলে আয়োজকরা জানান ৷. .
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী
আপনার মতামত লিখুন: