তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ জন অভিবাসন প্রার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম বিবিসি। আজ শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানান।.
এই নিয়ে গত ২ দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জনের মৃত্যুর হয়েছে। সবমিলিয়ে নিখোঁজ রয়েছেন ৬৭ জন।.
স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে নৌকাগুলো ইতালির দিকেই যাচ্ছিল। .
দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে, অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় তারা ৩ হাজারের বেশি মানুষকে আটক করেছেন।.
উল্লেখ্য, ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকা দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: