তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর এক সপ্তাহ অতিবাহিত হয়েছে গেছে। ভূমিকম্পে দেশ দুটিতে নিহত ৩৪ হাজার ছাড়িয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।.
আজ সোমবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৬০৫-এ পৌঁছেছে। সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি।.
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) ভোরের দিকে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।.
এদিকে তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া অনেক ভবনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১১৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। পুলিশ এরই মধ্যে ভবন নির্মাণ ঠিকাদারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। .
অন্যদিকে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ভেঙে পড়া ভবন থেকে লুটপাট ও ডাকাতি এবং ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৯৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: