• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তুরস্কে ভূমিকম্পে ১৫ জন নিহত, বহু হতাহতের আশঙ্কা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৬ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫০ এএম;
তুরস্কে ভূমিকম্পে ১৫ জন নিহত, বহু হতাহতের আশঙ্কা
তুরস্কে ভূমিকম্পে ১৫ জন নিহত, বহু হতাহতের আশঙ্কা

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।.

এএফপি জানিয়েছে, ওসমানিয়ে প্রদেশে ৫ জন ও সিরিয়ার সঙ্গে থাকা তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত সানলিউরফাতে আরও ১০ জন মারা গেছে।.

এদিকে সিরিয়ার অ্যাটমেডের একজন চিকিৎসক বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, শুধুমাত্র উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরেই অন্তত ১১ জন মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। ‘আমরা আশঙ্কা করছি, মৃতের সংখ্যা শতাধিক’।.

স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে এ ভূমিকম্প আঘাত হানে।.

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক টুইটারে বলেছেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ’ ‘আশা করি খুব দ্রুত কম ক্ষতিসহ একসঙ্গে এই বিপর্যয় আমরা কাটিয়ে উঠব’।.

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ