• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করলেন এরদোয়ান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৭ এএম;
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করলেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করলেন এরদোয়ান

তুরস্কে জাতীয় সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মে  উভয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।.

দুই দশকের মধ্যে তুরস্কের এ নির্বাচন সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে পারে। এরদোয়ানের দু’দশকের ক্ষমতায় তুরস্ক বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে।.

এদিকে আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির ছয়টি বিরোধী দল জোট গঠন করে। কিন্তু এ জোট বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের বিপক্ষে লড়ার জন্য একক প্রার্থী ঠিক করতে পারছিল না। এ নিয়ে নিয়ে তীব্র তর্কবিতর্কের পর গত সোমবার ৬ দলীয় বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামাল কিলিচদারোগ্লুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ