দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্যাপক বৃষ্টিপাতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ও পাতাল রেল ডুবে গেছে।.
দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।.
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল সোমবার রাতে সিউলের দক্ষিণ অংশে প্রতি ঘণ্টায় ১০০ মিমি এর বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া শহরের কিছু অংশে ১৪১.৫ মিমি বৃষ্টি হয়েছে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বলে জানিয়েছে কোরিয়া আবহাওয়া অধিদপ্তর।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: