• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দর্শকদের রুচিশীল কাজ উপহার দিয়ে ব‍্যাপক আলোচনায় বতর্মান সময়ের প্রযোজক আতিকুর রহমান।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৫ পিএম;
দর্শকদের রুচিশীল কাজ উপহার দিয়ে ব‍্যাপক আলোচনায় বতর্মান সময়ের প্রযোজক আতিকুর রহমান।
দর্শকদের রুচিশীল কাজ উপহার দিয়ে ব‍্যাপক আলোচনায় বতর্মান সময়ের প্রযোজক আতিকুর রহমান।

অত্যন্ত রুচিশীল ও সদা হাসি  উজ্জ্বল  আন্তরিক একজন মানুষ  আতিকুর রহমান। তিনি কানামাছি এন্টারটেনমেন্ট কর্ণধার। বতর্মান সময়ের  টেলিভিশন মিডিয়া, অনলাইন প্লাটফর্ম  ও বড় পর্দায় পদচারণা সহ একজন  সফল  প্রযোজক  তিনি। তার প্রযোজিত নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক,ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও বতর্মান সময়ে দর্শক প্রিয়তায় ব‍্যাপক সাড়া পাচ্ছে বলে তথ‍্য সূত্রে জানা যায়। খোঁজ নিয়ে আরো  জানা যায়, বতর্মান দর্শকদের ভিন্নভাবে সম্পূর্ণ ভিন্ন ধারায় আনকমন গল্প ও নির্মানশৈলী কাজ গুলো উপহার দেওয়ার চেষ্টা করছেন এবং দিয়ে যাচ্ছেন তার প্রতিষ্ঠান কানামাছি এন্টারটেনমেন্ট। 

আতিকুর রহমান বলেন একটি কাজের প্রধান মূল‍্যায়নকারী হচ্ছে দর্শক। দর্শকের ভালোবাসায় একটি কাজ দর্শক নন্দিত হয়। তাই আমি দর্শকের কথা আমার  চিন্তা ভাবনায় রেখেই গল্প পছন্দে সর্বোচ্চ বিচার বিশ্লেষন করি এবং  নাট‍্যকারদের নাটক রচনা করতে বলি সেই আঙ্গিকেই। পাশাপাশি  পরিচালক তাদের ও বলি নির্মান যেন  ভিন্ন  আঙ্গিকে পরিচ্ছন্ন  ও সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রডাকশন তৈরি কর দর্শকের উদ্দেশ্যে  । সফল এই প্রযোজক  আতিকুর রহমান  পরিশেষে বলেন, একজন ইনভেন্টরের শুধু অর্থ বিনিয়োগই মূল দায়িত্ব নয়। একটি প্রডাকশন কে সফলতার মুখ দেখাতে হলে একজন ইনভেন্টরকে জুতা সেলাই থেকে চন্ডীপাঠ সকল বিষয়েই ধারণা থাকা উচিত।.

Attachments area. .

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন:

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ