দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নিয়ে চালককে আটক করে পুলিশি হেফাজতে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।.
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধনকালে এ কথা বলেন।.
গাড়ি চালকদের মারধর না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো দুর্ঘটনা হলে যিনি দুর্ঘটনা কবলিত অনেক সময় জনগণ তাকে সাহায্য না করে গাড়ি চালককে মারধর করার শুরু করে এবং গণপিটুনিতে গাড়িচালক মারা যায়। এ কাজটা দয়া করে কেউ করবেন না। কেউ ইচ্ছা করে মানুষকে মারে না বা ইচ্ছা করে ধাক্কা দেয় না।.
তিনি বলেন, যদি অপরাধ করে আপনারা ধরে পুলিশে দিয়ে দেন। তার বিচার হবে। আমরা সড়ক আইনও করে দিয়েছি এটা বিচারের জন্য।.
শেখ হাসিনা বলেন, কাজেই আমি অনুরোধ করবো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে না নিয়ে ওই ড্রাইভারকে মেরে ফেললে সমাধান হবে না বরং যিনি দুর্ঘটনার শিকার হলেন সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে তাকে চিকিৎসার ব্যবস্থা করা সে কাজটা করবেন। যে আঘাতপ্রাপ্ত তাকে সাহায্য করেন। ড্রাইভারকে মেরে সমাধান হবে না।.
৫০ টি জেলায় নির্মিত ২০২১ কিলোমিটার মহাসড়কের মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক। এসব মহাসড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: