• ঢাকা
  • রবিবার, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফুলবাড়ী (দিনাজপুর)  দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মটর সাইকেল চালক সাগর হোসেন(২৪) নামে একজন  নিহত ও মটরসাইকেল থাকা দুইজন ও ট্রাক্টরের হেলপার গুরুত্বর আহত। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত ব্যাক্তি ফুলবাড়ী উপজেলার হরগোবিন্দপুর গ্রামের আব্দুল তালেবের পুত্র। আহতরা হলেন পার্বতীপুর উপজেলা আটরাই গ্রামের মতিয়ার রহমানের পুত্র আশরাফুল ইসলাম (২৬) , ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মুক্তার মন্ডলের পুত্র সাদ্দাম হোসেন (৩২) ও উত্তর সুজাপুর গ্রামের সহিদ ইসলামের পুত্র  (ট্রাক্টরের চালক) বিশাল হক (১৭).



ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, গত (২ ফেব্রæয়ারী) রোববার সকাল ১০ টায় মোবাইলে হরগোবিন্দপুরের সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে থেকে মৃতদেহ উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। সুরতহাল শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ