• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নাই বিরতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০৩ পিএম;
নাই বিরতি
নাই বিরতি

মিজানুর রহমান মিজান.

নাই বিরতি.

 .

দুরের মানুষ করে না ক্ষতি.

আপন বিশ্বাসীজন করে ডাকাতি।।.

ভাবছ যারে আপনার আপন.

কাছে রাখ ভাবিয়া স্বজন,সুজন.

সর্বস্ব বিলাও যখন প্রয়োজন.

সেজনই বসায় ছুরি তাডাতাডি।।.

একজনের অপরাধে নিরীহকে বাঁধে.

ফেলে ফাঁদে ছলনায় কাঁদে.

ভনিতার ছাদে তপ্ত রোদে.

পোড়ে মারে অহর্নিশি-বাসনা ক্ষতি।।.

মিথ্যা বলতে বিবেক না কাঁদে একটুখানি.

স্বার্থে অন্ধ আগাগোডা দ্বন্ধ ভাবনার খনি.

তার ভাবনা শুধুই যাতনা বসায় না যতি.

লাজ লজ্জার খেয়ে মাথা অভিনয় যথা তথা নাই বিরতি।।.

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ