
মানুষ নয়তো অমানুষ.
মোহাম্মদ সায়েস্তা মিয়া.
এখনও খিল দিয়ে হাসতে হয়- পাগলা হাসি। কাঁদতে হয় অশ্রুহীন।.
খ্যাতিমান শুটারের নগণ্যতা- দক্ষ তীরন্দাজের অভাবে।.
ক্রসফায়ার করবে কে- কে নেবে মানবিক হাতে অস্ত্র ?.
কে করবে নজরুলের মতো হত্যা পুরাতন প্রভুকে?.
নতুনকে জানাতে হয়- কে ছিল সে প্রভু। .
যার রাক্ষুসে আত্মা ঘুরছে জগতময়।.
লেহন করছে ঝির্ণ দেহ- গ্রাস করছে।.
করছে বিরাণ- কর্মহীন বেকার।.
লুটছে মাঠ, লুটছে ভান্ডার- লুটছে জনতার কণ্ঠ।.
যাকে নজরুল রবি আর ঈশ্বরচন্দ্র হত্যা করলো!.
পুরাতন প্রভুকে বধ করে শান্তির ঢেঁকুর তোলা-.
আজ আবারও হারিয়েছে দেখে উৎকণ্ঠায় তাদের রূহ।.
দেখছে নব্য প্রভুর উৎপীড়ন।.
তোমার আর আমার কাঁধে -আরেক বার হত্যার দায়িত্ব দেয়।.
ওরা এখনো বলে - কল্প দেবতার চরণে মানুষ কেন মাথা-নত করে ?.
কেন করে পূজো ? মানুষ মানুষের কি প্রভু হয় ?.
উত্তর সূধায় রবি- না- না- না, হয় না।.
প্রভু সেতো বেনিয়া ছিল- এখন রাজ প্রাসাদের হর্তা, কিংবা ব্যাংক ভরা কাগজের বান্ডিল সংগ্রাহক।.
অথবা টি. আর, কা.বি.খা লুটবাজ।.
অথবা টেন্ডারবাজ অবৈধ উৎপীড়ক।.
আর তুমি কে জানো ?.
তুমি শশাংঙ্খের পুত্র, না হয় শামসুর রহমানের।.
ফেরদৌসী কিংবা মহাকবি আলাঅলের।.
হয়তো মানুষ নয়তো অমানুষ-.
জহির রায়হানের হাজার বছরের সংগ্রামী জনতা।.
তুমি মঙ্গল প্রদীপ হাতে আজ নব্য প্রভুকে খোজো।.
লাথি মারবে, মারো জোরে।.
নজরুলের লাথে যে মরেনি সে কৈ মাছ হয়ে আছে।.
কৈ মাছ কে চিরতরে মারো।.
অগ্রজে শ্লোগান করো বিজয়ী লংমার্চের।.
এবার মরবে আমার গলাটিপায় কিংবা-.
দক্ষিণ পাথারে পালিয়ে ডুবে।.
আমি মানুষ হলে মঙ্গল ধরার-, না হলে জঙ্গল বিশ্বময়।.
পরিচয়ের সূত্র স্বাভাবিক হলে- তুমি মানুষের সারিতে এসো।.
নব্য প্রভু্হীন এ বিশ্ব তোমার-মুক্তি তোমার।.
মানবরূপে মুক্ত তুমি।. .
ডে-নাইট-নিউজ / মোহাম্মদ সায়েস্তা মিয়া
আপনার মতামত লিখুন: