
ভোরের অপেক্ষায়.
মোহাম্মদ সায়েস্তা মিয়া.
.
সূর্য ডুবে যেতে বিধঘুটে আঁধারে.
ভাসমান সাম্পানে যাত্রা অথৈ জলের বুকে,.
জলোচ্ছ্বাসে দোলছে তরী ডুবো ডুবো-.
ঝি ঝি-রা গাইছে গান মিলন সুখে।.
.
আজ পূর্ণিমা নেই, বিকট অমাবস্যা,.
অনাবিল নির্জনতা মাত্র দু-টি তারার জ্বলা। .
আকাশটার অস্থিত্ব জানালো বিজলী।.
অঝর হয়ে নেমে এলো জল, তবো শুকালো গলা।.
.
আমাকে আরো যেতে হবে ঐ পার,.
প্রিয়াকে যেখানে রাখা আটকিয়ে দোর। .
করছি পণ যত হোক রণ যতো মহামারি-.
বিজয় মিছিল হবে আসছে প্রভাত ভোর।.
.
অপরাজয় দূর্ঘমের তিমির নাবিক.
হাক ছুড়েছে বিষম জোরে,.
সর্ব আঘাত, লাঞ্চনা, ক্লেশ ভুলিলো যাত্রী.
নব সূর্য্যদয় দর্শিল যখন ভোরে।. .
ডে-নাইট-নিউজ / মোহাম্মদ সায়েস্তা মিয়া
আপনার মতামত লিখুন: