উনিশ শতকের মাঝামাঝি সময় আমরা গ্রামে লক্ষ্য করতাম বা গ্রামের ছোট থেকে বড়, বয়সী মহিলারা পরতেন চিত্রের মতো করে এ জাতীয় লাল ফিতা।তখন লাল ফিতার কদর ছিল অভাবনীয়।ফিতা বিহীন বালিকা, বধু, মহিলা কল্পনাই করা যেতো না।মহিলাদের সর্বাধিক প্রিয় বস্তু ছিলো এই লাল ফিতা।হাতেগুণা দুয়েকজনকে দেখা যেতো অন্য কালার বা রঙের ফিতা ব্যবহার করতে।আজ তা চলে গেছে নির্বাসনে অভিমান করে বা অবসরের পথে পা বাড়িয়ে।অনেক সময় বিবাহের গেইট নির্মাণেও তার ব্যবহার লক্ষ্য করা হতো।কারো কারো কাছে এ ফিতার আরেকটি নাম শুনা যেতো।তা হচ্ছে লেইচ ফিতা।.
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: