নব-নির্বাচিত নারায়ণগঞ্জ ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান গেল রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ কালে তিনি বলেন, যে সকল সাংবাদিকরা সাংবাদিকের আড়ালে ভয়ংকর মাদকের সাথে জড়িত আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা আসলে সাংবাদিক না। ঐ ধরনের সাংবাদিকরা সাংবাদিকতার নামে অপপ্রচার চালাচ্ছে এবং ভুল নিউজ করছে। এই ধরনের সাংবাদিকতা অতি দ্রুত বন্ধ করা উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে মাদক নিয়ে। এই মাদকের সাথে যুক্ত আছে রাজনীতিবিদ আর প্রশাসন।.
আমি নারায়ণগঞ্জের মাদক, চাঁদাবাজি, ইফটিজিং, ভূমিদুস্যতা প্রতিরোধে সাংবাদিক সহ সমাজের সকল মানুষের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করেছেন।.
মাদক সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে আমরা যে প্রত্যাশায় সংগঠনটি গড়ে তুলেছে সেই সংগঠনের রাজনৈতিক সংগঠন না। আমি বিশ্বাস করি এই সংগঠন সফলতার সঙ্গে কাজ করে যাবে। মাদকের সংখ্যা দিন দিন বাড়ছে সাথে ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। বর্তমানে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের ডিভোর্স দিচ্ছে আর আগে দেখা যেত মেয়েরা ছেলেদের ডিভোর্স দিচ্ছে। তিনি আরো বলেন আজ বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা আফসোস করি। একদিন শেখ হাসিনাকে হারিয়ে আমার বাচ্চা বা ভবিষ্যৎ প্রজন্ম আফসোস করবে। শেখ হাসিনা এখন দলের নয় সে দেশের সম্পদ। শেখ হাসিনা মানে এক উন্নতির নাম শেখ হাসিনা মানে মানে এক মানবতার নাম, শেখ হাসিনা মানে মাথা উঁচু করে দাঁড়ানো শেখানো নাম। .
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. রুমন রেজা, হাবিবুর রহমান বাদল, প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমীর হোসেন স্মিথ, সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার মন্ডল প্রণব কৃষ্ণ রায়সহ সাংবাদিকবৃন্দ. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন:
আপনার মতামত লিখুন: