• ঢাকা
  • বুধবার, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নির্মমতা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম;
নির্মমতা
নির্মমতা

নির্মমতা.

মিজানুর রহমান মিজান.

 .

মানুষকে বুঝা বড় দায়.

কখনো দেখায় হিংস্রতা.

কোথাও মহান পবিত্রতা।।.

মানুষ এক বিষ্ময়.

কখনো সে মৃম্ময়.

রয়েছে ইতি ও নেতিবাচক প্রবণতা।।.

পাথরের মতো শক্ত.

কখনো নরমে ভক্ত.

কোথাও জাগায় আকাশের বিশালতা।।.

বাস করে হয়ে সমাজবদ্ধ.

বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্ধে আবদ্ধ.

পারস্পরিক সম্পর্ক বিশ্বাস নির্ভরশীলতা।।.

মানুষই ভালবাসে মানুষকে.

আস্থায় রাখে একে অপরকে.

নতুবা থুবড়ে পড়বে সৃষ্টি সভ্যতা।।.

অন্তরে পোষে সদা মমত্ব.

এ এক সরল অঙ্কের তত্ত্ব.

ভালবাসার মর্মবাণী থাকে প্রখরতা।।.

.

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ