• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নীলফামারী ১ ও ৩ আসন: ঘন কুয়াশায় ভোটার উপস্থিতি কম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম;
নীলফামারী ১ ও ৩ আসন: ঘন কুয়াশায় ভোটার উপস্থিতি কম
নীলফামারী ১ ও ৩ আসন: ঘন কুয়াশায় ভোটার উপস্থিতি কম

নীলফামারীর চারটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে সারাদেশের মতো শুরু হয় এই ভোটগ্রহণ। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। তবে ভোটার উপস্থিতি কম রয়েছে। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।.

এবারের নির্বাচনে নীলফামারীর চারটি আসনে ১১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭প্রার্থী। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৯ জন। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন একজন।.

জেলা শহরের উদয়ন বিদ্যাপীঠ, নীলফামারী আলিয়া(ফাজিল) মাদ্রাসা, কচুকাটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও বাদিয়ারমোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি। সকাল ৯ টার দিকে নীলফামারী আলিয়া (ফাজিল) মাদ্রাসা কেন্দ্র ভোট দিতে আসে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।.

তিনি নীলফামারী-২ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকাল ১০ টা ২০ মিনিটে উদায়ন বিদ্যাপীঠে ভোট প্রদান করেন নৌকা মার্কার প্রার্থী আসাদুজ্জামান নূর নীলফামারী ০৩ ও সকাল ৮ টা ১৫ মিনিটে বাবুহাট মডেল সরকারী প্রাঃ বিদ্যালয় আফতাব উদ্দিন সরকার নীলফামারী ০১ ।  স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ভোট প্রদান পর কিছু অভিযোগর কথা সাংবাদিকদের জানান।.

গোলাম রাব্বানী/নীলফামারী.

.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ