• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পাঁচ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন ক্রিস্তিয়ান রোমেরো


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৭ এএম;
পাঁচ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন ক্রিস্তিয়ান রোমেরো
পাঁচ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন ক্রিস্তিয়ান রোমেরো

হ্যামস্ট্রিং চোটের কারনে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন টটেনহামের আর্জেন্টাইন সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। আজ এমনটাই জানিয়েছেন জানিয়েছেন টটেনহামের কোচ এনজ পোস্তেকোগ্লু। .

গত শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচেই দুঃসংবাদ শুনে টটেনহাম। সেই ম্যাচে চোট পেয়ে ৪৬ মিনিটে মাঠ ছাড়েন রোমেরো। ২৫ বছর বয়সী তারকার ছিটকে যাওয়া নিয়ে পোস্তেকোগ্লু বলেছেন, ‘রোমেরোকে হারানো নিশ্চিতভাবে এটা হতাশার। তার স্ক্যান করা হয়েছে এবং হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। চার বা পাঁচ সপ্তাহ তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ .

গত নভেম্বরে চেলসির বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পান বিশ্বকাপজয়ী রোমেরো। তবে আর্জেন্টাইনদের জন্য স্বস্তির হলো, আগামী জুনের আগ পর্যন্ত তাদের কোনো ম্যাচে নেই।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ