লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।.
.
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে শিশু দুইটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অরুপ পাল। এর-আগে, সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে মুমূর্ষু অবস্থা সদর হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।.
.
.
মারা যাওয়া শিশুরা হলেন, ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদের ৮বছরের শিশু কন্যা হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের দুই বছরের সন্তান সোহাগ।.
.
.
স্বজনরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়।.
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অরুপ পাল বলেন, দুই শিশুকে আমরা মৃত পেয়েছি। দুজনই পানিতে ডুবে মারা গেছেন। লাশ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।.
. .
ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: