
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই ম্যাচে অল্পের জন্য খলনায়ক বনে যাওয়ার তকমা থেকে বেঁচে গেছেন লিওনেল মেসি।.
যে ম্যাচে জয় না পেলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেত আর্জেন্টিনা, সেই ম্যাচে পেনাল্টি মিস করেন ফুটবলের অন্যতম মহাতারকা মেসি। তবে শেষ পর্যন্ত ২ গোলের জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আলবেসেলিস্তারা।.
এই ম্যাচে শুধু জয়-ই নয়, আর্জেন্টিনার হয়ে একটি রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন তার। প্রয়াত দিয়েগো ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ২২তম ম্যাচ।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: