সারাদেশে প্রতিদিন ৫ ঘন্টা সব সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধা ৬টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। নির্দেশনা না মানলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।.
আজ মঙ্গলবার থেকে এ নির্দেশনা বাস্তবায়ন হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করর্পোরেশন।.
এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।.
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: